ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​বিপুর দুর্নীতি তদন্তে বিদ্যুৎ বিভাগের কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০১:২২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০১:২২:১১ অপরাহ্ন
​বিপুর দুর্নীতি তদন্তে বিদ্যুৎ বিভাগের কমিটি ​ফাইল ফটো
বিগত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতি তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। 

গণমাধ্যমে বিপুর সীমাহীন দুর্নীতি নিয়ে বারবার প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সম্প্রতি বিদ্যুৎ বিভাগ এই কমিটি গঠন করে। এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত "বিদ্যুতের বিপুর সীমাহীন দুর্নীতি অভিযুক্তরা অধরা" শীর্ষক প্রতিবেদনের সত্যতা নিরুপণে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গত ৩০ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত এক অফিস আদেশ (২৭.০০.০০০০.০৭১.১৭.০১৩.২০২৪.৫৫৭) থেকে এই তথ্য জানা গেছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিবকে (উন্নয়ন-১) কমিটির আহবায়ক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) নির্বাহী প্রকৌশলী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নির্বাহী প্রকৌশলী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) নির্বাহী প্রকৌশলী, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) নির্বাহী প্রকৌশলী এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী। 

এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজনে কোনো অভিজ্ঞ সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১১ বছর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নসরুল হামিদ বিপু। তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ভয়াবহ দুর্নীতির নানা তথ্য ফাঁস হচ্ছে। তাঁর ছোট ভাই ইন্তেখাবুল হামিদ অপু, মামা কামরুজ্জামান চৌধুরী, শ্যালকসহ অন্য আত্মীয় এবং ঘনিষ্ঠ সহযোগী লোকজনের দুর্নীতির নানা চিত্রও প্রকাশ পাচ্ছে। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুদকের কর্মকর্তারা। এবার নড়েচড়ে বসেছে বিদ্যুৎ বিভাগও। এরই সূত্র ধরে এই তদন্ত কমিটি গঠন করেছে বিভাগ। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ