ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​অবশেষে নিলামে উঠলো সাবেক ৩ এমপির বিলাসবহুল গাড়ি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৯:৩৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৯:৩৪:১৩ অপরাহ্ন
​অবশেষে নিলামে উঠলো সাবেক ৩ এমপির বিলাসবহুল গাড়ি ​সংবাদচিত্র : সংগৃহীত
অবশেষে বাগেরহাটের মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি বিলাসবহুল গাড়ি নিলামে উঠেছে। এরমধ্যে একটির জন্য বিট দাখিল হলেও বাকি দুটি গাড়ির জন্য দরপত্রই জমা দেয়নি কেউ।

সোমবার (১৩ জানুয়ারি) সরেজমিনে মোংলা বন্দর শেডে গিয়ে এ তথ্য জানা যায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ পাননি দ্বাদশ সংসদ সদস্য এমপিরা।

এর আগে গত বছরের ১৭ জুলাই গাড়ি তিনটি মোংলা বন্দর দিয়ে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের এমপি মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। তারা এখন পলাতক রয়েছেন।

তথ্য বলছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে গত ৬ আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পোড়ে দ্বাদশ সংসদ সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবে মোংলা বন্দরে পড়ে থাকে সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি। যার একটির বাজার মূল্যে ১০ কোটি টাকা। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গেল বছরের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করে টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। এই তিনটিসহ দীর্ঘদিন অনেক গাড়ি বন্দর শেডে পড়ে থাকায় বিড়াম্বনার শিকার হচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন এই তিনটিসহ ৩০০টি গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এই বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে। তার আশা দ্রুত আমদানিকারকরা এই সমস্যার সমাধান করবেন।’


এ দিকে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়ায় সংসদ সদস্যের গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের আইনি নোটিশ দেয়ার পর তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা এসব গাড়ির মধ্যে একটির বিপরীতে দরপত্র জমা পড়লেও বাকি দুটির বিপরীতে দরপত্রই জমা দেয়নি নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা।

মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, ‘গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি আমদানি হয়। এরপর এই গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেয়ায় সেগুলো নিজেদের অধীনে নেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর তা গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। তবে এখনও বিক্রয় আদেশ হয়নি বলেও জানান তিনি।

জানা গেছে, তৎকালীন সামরিক সরকার এইচ এম এরশাদ এমপিদের খুশি করতে ১৯৮৭ সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। বিলাসবহুল এ সব সুযোগ-সবিধায় গেল ১৫ বছরে সরকার কয়েক হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে এবারে পুনরায় নিলামে বিক্রি হলে ক্রেতাও পাওয়া যাবে এবং গাড়িগুলো ছাড়িয়ে নিতে মালিক পক্ষকে সহায়তাও করবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ