ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৫ আগস্ট 'সার্বক্ষণিক যোগাযোগে' ছিলেন ভারত ও বাংলাদেশের সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:৫০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৭:২৩:০৫ অপরাহ্ন
৫ আগস্ট 'সার্বক্ষণিক যোগাযোগে' ছিলেন ভারত ও বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত
বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তাঁর কাউন্টারপার্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বলে জানিয়েছেন।

সেনা দিবস পালনের আগে সোমবার (১৩ জানুয়ারি) দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান বলেন, আজকের তারিখে আমাদের কোনও পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা (‘ভালনারেবিলিটি’) নেই। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তাঁরা যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরও তাঁদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তাঁরা সব সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন। এখনো সেই যোগাযোগ অব্যাহত আছে।

আমার সেদেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। বস্তুত সেদেশে যখন পালাবদল ঘটল, তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসঙ্গেই থাকতে হবে। একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি বলেন, বাংলাদেশ হল আরেকটি দেশ, যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে। আপনারা যদি দেখেন, দক্ষিণ-পূর্ব দিকে ছোট একটা অংশ, সেটা আদতে পুরোটাই ভারত।

ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে জানান জেনারেল দ্বিবেদী। তিনি জানান, আমাদের অফিসাররাও এনডিসি-র জন্য যথারীতি সেখানে গেছেন, ওদিক থেকে কোনও সমস্যাই নেই। শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল, সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে।

তবে তিনি সেই সঙ্গেই যোগ করেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন একটি ‘নির্বাচিত সরকার’ বাংলাদেশে ক্ষমতায় আসবে। ভারতীয় সেনাপ্রধান মন্তব্য করেন, যদি আপনারা (দুই দেশের) সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ভোরের কাগজ

বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ