ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​৩ দিন ধরে সঞ্চয়পত্রের সেবা পাচ্ছেন না গ্রাহকরা!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:২৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:২৮:০১ অপরাহ্ন
​৩ দিন ধরে সঞ্চয়পত্রের সেবা পাচ্ছেন না গ্রাহকরা!
সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বুধবার (৮ জানুয়ারি) থেকে। ফলে ৩ দিন যাবৎ কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্র জানিয়েছে, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চল‌ছে, যার কারণে সেবা সাময়িক বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা থাকলেও সার্ভার সচল করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। তারা জানিয়েছে খুব শিগগিরই সার্ভার চালু হবে। 

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত বুধবার থেকে সার্ভার ডাউন আছে। কবে ঠিক হবে, আমরা এ বিষয়ে কোনো কিছু জানি না। 

তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ব‌লেন, সার্ভার ডাউন কথাটা ঠিক না, গত বৃহস্পতিবার থে‌কে সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রমের কাজ চল‌ছে। 

বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ