সেনাবাহিনীতে যুক্ত হলো আরও এক হাজার ড্রোন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০১-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০১-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ জানুয়ারি) ড্রোনগুলো হস্তান্তর করা হয়। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর। গত ৯ জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থলবিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে।
ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি-দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি।
ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স