ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৯:১৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৯:১৩:৪১ অপরাহ্ন
​মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান ​সংবাদচিত্র : সংগৃহীত
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তাঁর পক্ষ থেকে রোববার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের বাবা-মার দেখা করে তাঁদের হাতে অর্থসহায়তা তুলে দেন  বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

এ সময় ছেলের মৃত্যুর ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মাহবুবের মা মোসাম্মত মাহফুজা খাতুন। তিনি বলেন, সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোন সাহায্য বা সহযোগিতা পরিবারকে করা হয়নি। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। 

মাহবুবের বাবা মোহাম্মদ মিরাজ আলী সরকারের কাছে ছেলে হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা খন্দকার মাহবুব আলম। 

মোহাম্মদ মাহবুব আলম গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নীচে পিষ্ট হয়ে শাহাদাৎ বরণ করেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ