টিকটক বানাতে গিয়ে পাঁচ বন্ধুর সলিল সমাধি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০১-২০২৫ ০৬:০৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০১-২০২৫ ০৬:০৬:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
টিকটকের ভিডিও রিল বানাতে গিয়ে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার সিদ্দিপেটে। খবর: আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, পাঁচ বন্ধু মিলে বাইকে করে কোন্ডাপোচাম্মা সাগর উপকূলে বাঁধে গিয়েছিলেন। বাঁধের আশপাশে তারা ঘোরাঘুরি করেন। ছবি ও ভিডিও ধারণ করেন। বাঁধের পানির ধারে গিয়ে পাঁচজন মিলে ভিডিও রিল বানাচ্ছিলেন। আচমকাই পা ফস্কে পড়ে যান সবাই। কেউই সাঁতার জানতেন না। গভীর পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচজনেরই ডুবে মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ধনুষ, লোহিত, দীনেশ্বর, যতীন, সাহিল, মৃগাঙ্ক এবং মহম্মদ ইব্রাহিম নামে ৭ বন্ধু ওই বাঁধের ধারে গিয়েছিলেন। ফটোগ্রাফারের কাজ করতেন ধনুষ। দীনেশ্বর এবং যতীন ডিপ্লোমা করছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সাত বন্ধু মিলে গিয়েছিলেন ঘুরতে। তারা সবাই বাঁধের পানিতে পড়ে যান। দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। ওই দুই যুবকই স্থানীয়দের বিষয়টি জানান। তারপর ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘণ্টায় খোঁজাখুঁজির পর পাঁচজনের মরদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বাঁধের আশপাশে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স