কাকে বিয়ে করলেন পড়শী?
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০১-২০২৫ ০৫:১৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০১-২০২৫ ০৫:১৭:১৮ অপরাহ্ন
সাবরিনা পড়শী
নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী ব্যস্ত সময় পার করছেন। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। প্রযোজনা করছেন নাটক। এই ব্যস্ততার মধ্যে বিয়ের কাজটিও সেরে ফেলেছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন।
গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।
পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।
পড়শীর মা গণমাধ্যমে বলেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জগতে পার করেছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স