ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৫:০২:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৫:০২:০২ অপরাহ্ন
​বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তিন দফা বাস্তবায়নের জন্য দাবি জানানো হয়। 

দাবিগুলো হচ্ছে- (১) পিলখানায় ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনের নির্মম হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি (২) প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল 
(৩) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।

কর্মসূচিতে বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ