ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​কুকুরদের শীত নিবরণের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:২৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:২৭:৩৫ অপরাহ্ন
​কুকুরদের শীত নিবরণের ব্যতিক্রমী উদ্যোগ ​সংবাদচিত্র : সংগৃহীত
হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে সারা দেশের সাধারণ মানুষ। একই অবস্থা অন্য সব প্রাণীরও। পৌষের এ শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌরশহরসহ গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। এসব বস্তার ওপরে লেখা– ‘এটি কুকুরের বিছানা’। প্রায় দুইশ কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন– কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী এবং সদস্য মাসুদ হাসানসহ অন্য সদস্যরা। শীতে কষ্টে থাকা কুকুরগুলোকে একটু উষ্ণতা দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
 
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ