ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​শৈত্যপ্রবাহ শেষে ২ ডিগ্রি বাড়লো তাপমাত্রা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
​শৈত্যপ্রবাহ শেষে ২ ডিগ্রি বাড়লো তাপমাত্রা ​সংবাদচিত্র : সংগৃহীত
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পর সারাদেশে তাপমাত্রা বেড়েছে। ফলে শীতের প্রকোপ কমেছে। রোববার (১২জানুয়ারি) সারাদেশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১১জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ঢাকায় গতকাল তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ রোববার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল থেকে সূর্যের দেখা মেলায় উত্তরের জনপদে স্বস্তি ফিরেছে। রাজধানীতেও সূর্য উঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের অনুভূতি অনেকটা কমেছে।

আবহাওয়া অফিস বলছে, গতকাল থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আজও আছে। আগামীকাল সোমবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীত কিছুটা বেশি থাকবে। অন্যদিকে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবারও হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদবলেন, ১৪ তারিখ থেকে তাপমাত্রা হ্রাস পেলেও খুব বেশি শীত নামবে না। তবে ১৬ থেকে ১৭ তারিখ থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরবির্তিত থাকতে পারে।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ