ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বাণিজ্য মেলায় নজর কাড়ছে তুর্কি স্টল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:১৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:১৯:১৪ অপরাহ্ন
​বাণিজ্য মেলায় নজর কাড়ছে তুর্কি স্টল ​সংবাদচিত্র : সংগৃহীত
নানান রঙের লাইট এবং বৈচিত্র্যময় কারুকাজের সরঞ্জামের পসরা সাজিয়ে রাখা তুর্কি স্টল যেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক অন্যরকম আকর্ষণ। এসব বাহারি পণ্য দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও; ক্রেতার সংখ্যা একেবারেই কম। ক্রেতারা বলছেন, চড়া দামের কারণে পছন্দের পণ্য কিনতে আগ্রহ হারাচ্ছেন তারা। আর দোকানিরা বলছেন, হাতের তৈরি বিদেশি পণ্যের উৎপাদন খরচ বেশি।

রঙ-বেরঙের লাইট, বৈচিত্র্যময় ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম এবং চোখ ধাঁধানো কারুকার্যের ব্যাগ ও কার্পেট। সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার একটি আকর্ষণীয় প্রাঙ্গণ যেন তুর্কি পণ্যের দোকান।

মেলায় এসেছে অথচ তুর্কি পণ্যের বাহারি দোকান নজর কাড়েনি এমন দর্শনার্থীর সংখ্যা খুব কম হবে। দোকানিরা বলছেন, এখানে প্রচণ্ড দর্শনার্থী সমাগম দেখা গেলেও; বিক্রি হয় খুব কমই। সবাই শুধু দরদামই বেশি করেন।

দর্শনার্থীরা বলছেন, নানান রকম পণ্য দেখে চোখ জুড়ালেও প্রায় পণ্যের দামই নাগালের বাইরে। তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না পছন্দের সরঞ্জাম। চড়া দাম সত্ত্বেও কেউ কেউ আবার প্রিয় মানুষকে উপহার দেয়ার জন্য কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি। তারা বলেন, দাম বেশি হলে প্রিয়জনকে পছন্দের জিনিস কিনে দেয়ার মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, বাণিজ্য মেলায় তুর্কি স্টল ছাড়াও আরও ৬টি দেশের বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ