ভারতীয় শাড়িসহ কাভার্ডভ্যান জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০১-২০২৫ ০২:২২:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০১-২০২৫ ০২:২২:২৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর এলাকার বেড়াবাড়িয়া মমিনুল হকের বাড়ি থেকে শাড়িসহ কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১১-১৭৭৮) জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি দেখে পালিয়ে গেলে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, অবৈধ পথে ৩৩ গাইট ভারতীয় কাপড় ঢাকা নেওয়ার উদ্দেশ্যে মমিনুল হকের বাড়িতে মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও স্থানীয় ছাত্র প্রতিনিধি আব্দুল কাদেরসহ কয়েকজন ছাত্রকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ওই বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেন।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম ভারতীয় কাপড় জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
বাংলা স্কুপ/ আবদুল্লাহ আল-মামুন/প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স