ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ঘুমের মধ্যে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৫ ০২:০৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৫ ০২:০৯:০১ অপরাহ্ন
​ঘুমের মধ্যে আগুন লেগে বৃদ্ধের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। 

আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা। অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।

পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ  পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।

চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ