ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে 'এমভি এসডিআর ইউভার্স' নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল নিয়ে জাহাজটি রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। রবিবার (১২ জানুয়ারি) জাহাজটি বন্দরের জেটিতে ভিড়বে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তবর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো ভারত থেকে চালের চালান এলো।
এর আগে গত ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে আসে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন