ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বপ্নে বাদ সাধলেন অশ্বিন-জাদেজা

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৭:০১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৪:৩৩:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের স্বপ্নে বাদ সাধলেন অশ্বিন-জাদেজা ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ১৯ সেপ্টেম্বর ২০২৪: 
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে বল হাতে দাপট দেখান বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ফিরিয়ে দেন শুরুর তিন ব্যাটারকে। চাপ সামলানোর আগেই ভারত হারিয়ে বসে ৬ উইকেট।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে দুর্দান্ত প্রথম সেশন কাটানোর পর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু বিধি বাম! শেষ সেশনে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩৯ রান।
প্রথম দিনটি যে নিজেদের করে নিয়েছে ভারত, তার মূল কারিগর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ১১২ বলে ১০২ রান করে অপরাজিত আছেন। আর জাদেজা ১১৭ বলে ৮৬ রানে অপরাজিত আছেন ।  
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ১৪ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার যশসী জয়সওয়াল ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ষষ্ঠ ওভারে প্রথম বলে হাসানের অফ-স্টাম্পের বলে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দেন ১টি চারে ১৯ বলে ৬ রান করা রোহিত।
তিন নম্বরে ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ৮ বল খেলা শুভমান গিল। হাসানের লেগ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন গিল।
গিলের বিদায়ে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি ভারতের বিরাট কোহলি। হাসানের অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ৬ বলে ৬ রান করে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়ে বিদায় নেন কাহলি।
হাসানের পেস তোপে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন ওপেনার জয়সওয়াল ও ২১ মাস পর টেস্ট খেলতে নামা ঋসভ পান্ত। ৮৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন তারা। 
প্রথম সেশনের শেষ ঘণ্টা ভালো কাটেনি বাংলাদেশের। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও দলের জন্য ত্রাতা হন হাসান মাহমুদ। মাত্র তৃতীয় ওভারেই ৫২ বলে ৩৯ রান করা পান্ত উইকেটের পেছনে ক্যাচ দেন তার বলে।
এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন জয়সওয়াল। এই ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরিও। কিন্তু তাকে ফেরান নাহিদ রানা। ১১৮ বলে ৫৬ রান করে স্লিপে দাঁড়ানো সাদমানের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার।  
পরের ওভার করতে আসেন মেহেদী হাসান মিরাজ। তার বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৫৬ বলে ১৬ রান করেছিলেন তিনি। ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারের চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ।
শেষ সেশনের পুরোটাই বাংলাদেশকে চাপে রাখে ভারত। দুজন মিলে দলকে টেনে তোলেন। দুজনেই তোলেন হাফ সেঞ্চুরি। তারা জুটির রেকর্ডও গড়েন। বাংলাদেশের বিপক্ষে সপ্তম বা তার নিচের জুটিতে সর্বোচ্চ রান তোলেন তারা। ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকার ও জহির খানের ১৩৩ রানের জুটির রেকর্ড। ২০০৪ সালে ঢাকায় এই জুটি গড়েছিলেন শচীন ও জহির।
প্রথম দুই সেশনে ৬ উইকেট নেওয়া বাংলাদেশ শেষ সেশনের একটি উইকেটও নিতে পারেনি। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করবেন অশ্বিন-জাদেজা।  

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ