সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়ায় তারা অর্থনীতি বোঝে না: মান্না
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০১-২০২৫ ০৫:১৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০১-২০২৫ ০৫:১৩:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা সংজ্ঞা বুঝলেও অর্থনীতি বোঝে না। খেটে খাওয়া মানুষের অবস্থা বোঝে না।’
শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা সবাই যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ঠিকই, কিন্তু এরা অভিজ্ঞ নয়। তাই দেশ গড়তে আমাদের সাহায্য করতে হবে।’
দ্রুত সংস্কার দরকার জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘আমরাও সংস্কার চাই। তবে দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। না হলে দেশ আরও সংকটে পড়বে।’
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স