ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০১-২০২৫ ০২:১০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৫ ০২:১০:৪৭ অপরাহ্ন
​ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি
মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ধারালো অস্ত্র, রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পিতা ইউসুফ ব্যাপারী (৫৭) নামের একজনকে নির্মম ভাবে হত্যা করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায়  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ইউসুফ মান্দারতা গ্রামের পিয়ার আলীর ছেলে।

নিহত ইউসুফ ব্যাপারীর ছেলে হাবিব জানান, শুক্রবার রাত ৮ টার দিকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার ছোট ভাই সিরাজ ব্যাপারী ও প্রতিপক্ষের  দিদার, লিটনের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয় । সেই জের ধরে এলমেস, লিটন, দিদার তার ভাই ভাতিজাসহ আট দশজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে আমার পিতাকে ঘর থেকে ধরে নিয়ে  ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্মম আঘাত  করে।

এ সময় আমার বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমার পিতাকে উদ্ধার করে প্রথমে ঘিওর হাসপাতাল এবং পরে মুন্নু মেডিকেল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় পিতা মারা যায়। এ সময় আমার ইউসুফ ব্যাপারীকে নির্মম ভাবে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তার ছেলে হাসিব। এ ছাড়া এ নির্মম হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, দৌলতপুরের মান্দারতায় ব্যাডমিন্টন খেলা নিয়ে খেলোয়াড়দের মধ্যে  কথা কাটাকাটির জের ধরে ইউসুফ ব্যাপারী নামের একজন নিহত হয়েছেন। নিহতের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ