ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ , ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:০৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:২০:২৫ অপরাহ্ন
​দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর ​সংবাদচিত্র : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, “বাংলাদেশের মতো অর্থপাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল। এর ফলে মানুষ ব্যাংকের ওপর আস্থা হারিয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।”

শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গভর্নর আরো বলেছেন, “গত পাঁচ মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন আর রপ্তানি বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার। এখনো চার মাসের রিজার্ভ আছে। আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে গভর্নর জানান, লুট হওয়া অর্থের ৮০ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে। নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। ৬০০ কোটি টাকার মতো ফিরিয়ে আনতে হবে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ