কক্সবাজার থেকে চট্টগ্রামের করের হাটের একটি ইটভাটায় কাজ করতে আসার পথে ৭ রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে ফেনীর কয়েকজন যুবক তাদেরকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার একটি ইটভাটার উদ্দেশ্যে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠে ৭ রোহিঙ্গা শরনার্থী। পথে তাদের কথাবার্তায় ওই গাড়িতে থাকা যুবকদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তার এক পর্যায়ে চলন্ত বাসে রোহিঙ্গা শরনার্থীদের সাথে যুবকদের বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীদের অনুরোধে স্টার লাইন পরিবহনের চালক ওই রোহিঙ্গা শরনার্থীদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় না নামিয়ে ফেনীর মহিপালস্থ সেনাবাহিনীর ক্যাম্পের সামনে নিয়ে আসে। পরে সেনাবাহিনীর সদস্যদের হাতে ওই ৭ রোহিঙ্গা নাগরিককে সোপর্দ করে যুবকরা।
আটককৃত যুবকরা হচ্ছেন- ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) ও মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটককৃত রোহিঙ্গা শরনার্থীরা মিরসরাই উপজেলার করের হাট ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদেরকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন