গত চারদিন ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। খবর বিবিসির।লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক স্থানীয় সময় শুক্রবার বিকেলে এক আপটেডে দাবানলে নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্যালিসেডসের আগুনে পাঁচজনের মৃত্যু হয়েছে, বাকি ছয়জনের মৃত্যু ইটনের আগুনে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলছেন, দাবানলে এরই মধ্যে ১০ হাজারেরও বেশি বাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। গভর্নরের মতে, পানি সরবরাহ ব্যবস্থার ব্যর্থতার কারণে দমকল বাহিনী দাবানল নিয়ন্ত্রণে সমস্যার সম্মুখীন হয়েছে। গভর্নর একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন, যাতে পানি সংকটের কারণ এবং দাবানল নিয়ন্ত্রণে এর প্রভাব খতিয়ে দেখা যায়। প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানল কবলিত অঞ্চলকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এদিকে, ভয়াবহ এই ঘটনার মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেইডস ও ইটনসহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন