ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৮:২৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৮:৪৫:২৩ অপরাহ্ন
​জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি
টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল, নতুন করে ভ্যাট আরোপে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মন্তব্য করেছে ‘স্বৈরাচারী সরকারের মত জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার’।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। 

বিবৃতিতে তাঁরা বলেন, ‘জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ করাসহ ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।’

ওই বিবৃতিতে নেতৃবৃন্দ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার সাধারণ মানুষের ওপর অপ্রতক্ষ্য কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন-সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জার, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলবে।’

সিপিবির ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মত জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তী সরকার।’

বিবৃতিতে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচারকৃত অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানান হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ