বাংলা স্কুপ, ১৯ সেপ্টেম্বর ২০২৪:
যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি। বাজারমূল্য ৩২ কোটি ডলার। বাংলাদেশি টাকায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। যুক্তরাজ্যে এই বিপুল সম্পদের মালিক একজন বাংলাদেশি। তাঁর নাম সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ক্ষমতাচ্যুৎ শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন তিনি।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরা ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য জানিয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের ৩৬০টি বাড়ির বেশির ভাগই কেনা হয়েছে বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে।
এছাড়া দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদ রয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। আর যুক্তরাষ্ট্রে রয়েছে তাঁর নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এর মধ্যে পাঁচটি ম্যানহাটানসহ নিউইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউ জার্সিতে। প্রতিবেদন বলছে, দেশের বাইরের এই বিপুল সম্পদের কথা নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন সাবেক ভূমিমন্ত্রী।
আল–জাজিরার অনুসন্ধানী দল ‘আই ইউনিট’ প্রতিবেদনটি তৈরি করেছে। অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কীভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন, সেই ধারণাও পাওয়া গেছে।
এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তাঁর সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। শেখ হাসিনা দেশের বাইরে তাঁর ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল-জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন, ‘আমার এখানে ব্যবসা আছে, সেটা তিনি জানতেন।’
প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাঁকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। সাইফুজ্জামানও আল–জাজিরাকে বলেছেন, ‘আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন। সত্যি বলতে আমিও।’
আল–জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তাঁর বিলাসী জীবনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা টেইলর-মেডের জুতা। আমি হেরডসেও কাস্টম মেড (নির্দিষ্ট গ্রাহকের জন্য বিশেষভাবে তৈরি) জুতা অর্ডার দিয়েছি। এটি তৈরি হতে চার মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি তিন হাজার পাউন্ডের বেশি দিয়ে।’
এই বিশেষ জুতা তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। সম্পূর্ণ বুকের চামড়া দিয়ে তৈরি জুতাগুলোর দাম ছয় হাজার পাউন্ড। আর অর্ধেক কুমিরের বুকের চামড়া ও বাছুরের চামড়ার অর্ধেক দিয়ে তৈরি জুতার দাম তিন হাজার পাউন্ড। এটা খুবই ভালো। চার মাস লাগে তৈরি হতে। সূত্র : প্রথম আলো।
প্রথম আলো'তে প্রকাশিত প্রতিবেদনটি পড়ুন:
যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
নিউজ ডেস্ক/এসকে
আল জাজিরার প্রতিবেদনটি দেখুন :
https://www.youtube.com/watch?v=JJ-U3PB4xjQ