ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার যে ৬০ এলাকায় বিদ্যুত থাকবে না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৩:২৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৬:৩৬:৫৩ অপরাহ্ন
শনিবার যে ৬০ এলাকায় বিদ্যুত থাকবে না প্রতীকী ছবি
আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ সদরের অন্তত ৬০ এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। ওই সব এলাকায় অন্তত সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন জানান, কাল সকাল ৮টার দিকে বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষনের কাজ শুরু করে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এজন্য মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর, মালাপাড়া, জমিদারপাড়া, মুন্সীগঞ্জ বাজার, পুরাতন কাচারী, খালইস্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, হাটলক্ষীগঞ্জ, নয়াপাড়া, মোল্লারচর, মালদ্বীপ, রমাজনবেগ, গুচ্ছগ্রাম, চরহোগলা, মুন্সীরহাট, কাটাখালী, রন্ছ হাওলাপাড়া, রন্ছ সরকারবাড়ি, ভিটি শিলমন্দি, পাঁচঘরিয়াকান্দি, চরশিলমন্দি এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হবে।

এছাড়া সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, গোসাইবাগ, বাগবাড়ি, মহাকালী ইউনিয়নের সাতানিখিল, নুরাইতলী, মহাকালী, লোহারপুল, ঘাষিপুকুরপাড়, বাগেশ্বর এবং চরকেওয়ার ইউনিয়নের টরকী, ফুলতলা, উত্তর চরমুশুরা, দক্ষিন চরমুশুরা, আলীরটেক, চরঝাপটা, হামিদপুর, গুহেরকান্দি, ভিটি হোগলা, হোগলাকান্দি, চরকেওয়ার, কাউয়াদী ও বর্ষারচর প্রভৃতি এলাকায় বিদ্যুত সরবরাহ থাকবে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ