ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৫৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৫৯:১২ অপরাহ্ন
​বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম ​সংবাদচিত্র : সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে এটি না সরালে নিজ দায়িত্বে জনতা সেটি সরিয়ে দেবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার (৯জানুয়ারি)  বাদ যোহর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ম্যুরাল অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরাণের পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতীত কোনো ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেওয়া হবে না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার। আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসন কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ না করলে সিলেটের সাধারণ ধর্মপ্রাণ জনতা নিজ থেকেই দায়িত্ব নিয়ে এটি সরিয়ে দেবে।

সমাবেশে বক্তব্য দেন, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট নগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর, আব্দুল মালেক, লিটন আহমদ চৌধুরী, আলী আহমদ আলী, জিয়াউর রহমান দিপন, শোয়েব আহমদ, শামীম আহমদ, ফরহাদ আহমদ, শের ইসলাম, হেলাল আহমদ প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ