৩০ টাকা কেজিতে চাল মিলবে ৪২২ উপজেলায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০১-২০২৫ ০৮:৪০:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০১-২০২৫ ১১:১২:০৬ পূর্বাহ্ন
ফাইল ছবি। ফোকাস বাংলা নিউজ
দেশের ৪২২ উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল বিক্রি করবে সরকার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল কিনতে পারবেন উল্লেখ করে আরও বলা হয়, প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। এগুলো চলমান থাকবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স