ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​২০২৬-ই আমার শেষ বিশ্বকাপ : নেইমার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৭:৩৮:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৭:৩৮:১২ অপরাহ্ন
​২০২৬-ই আমার শেষ বিশ্বকাপ : নেইমার
নেইমার প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে সবশেষ মাঠে নেমেছিলেন গেল বছরের ৪ নভেম্বর। এরপর আবারও ইনজুরিতে পড়েন। ফিটনেস জটিলতা কাটিয়ে দ্রুতই মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন স্পোর্টসকে। সেখানে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেই সাক্ষাৎকারেই নেইমার জানান, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ।

নেইমারের শেষ স্বপ্ন কি, এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা বলেন, 'আমি জানি এটি (২০২৬) আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ। আমি আমার সেরাটা দেব, কঠোর পরিশ্রম করব যাতে আমি ব্রাজিল দলের অংশ হতে পারি।' ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। সেই ম্যাচে নেইমার গোল করলেও শেষ পর্যন্ত ব্রাজিলকে হারতে হয়েছিল টাইব্রেকারে।

নেইমার এসিএল ইনজুরির কারণে এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে আল হিলালের হয়ে দুই ম্যাচ মিলে খেলেন মাত্র ৪২ মিনিট। এরপর আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। তবে নেইমার আত্মবিশ্বাসী দ্রুত ফেরার বিষয়ে। ব্রাজিলের বর্তমান দল নিয়েও আত্মবিশ্বাসী নেইমার। 'আমি দলের প্রতি বিশ্বাস রাখি। তরুণ খেলোয়াড়রা উঠে আসছে। আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারব। আমাদের হাতে এক থেকে দেড় বছর আছে প্রস্তুতি নেওয়ার জন্য।'

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্টে পাঁচ নম্বরে আছে ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

নেইমার সব শেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। জাতীয় দলের জার্সিতে তার গোল ৭৯টি, যা সর্বোচ্চ। নেইমার তার ক্যারিয়ার নিয়ে বলেন, 'ছোটবেলায় যা কল্পনা করেছিলাম, তার চেয়েও বেশি অর্জন করেছি। আমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছি, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আজ আমি একজন পুরুষ, একজন বাবা। ফুটবলে সব ট্রফি জেতা সম্ভব নয়, তবে আমি আমার অর্জন নিয়ে খুশি।'

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ