ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​এক হাজার যাত্রী হলে হজে পাঠাতে পারবে এজেন্সি: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৬:৫৫:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৬:৫৫:৩২ অপরাহ্ন
​এক হাজার যাত্রী হলে হজে পাঠাতে পারবে এজেন্সি: ধর্ম উপদেষ্টা ​ফাইল ফটো
এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ২ হাজার থেকে কমিয়ে এক হাজার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, এক এজেন্সি এরচেয়ে কম যাত্রী নিতে পারবে না। ২০২৬ সাল থেকে বাংলাদেশি প্রতি এজেন্সিকে সর্বনিম্ন দুই হাজার যাত্রী নিতে হবে।

উপদেষ্টা বলেন, কোটা কমানোর ক্ষমতা আমাদের হাতে নেই, সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী এটা হচ্ছে। সৌদি আরবের শর্তের সাথে মিল রেখে দেশে হজ এজেন্সি নীতিমালায় পরিবর্তন আনা হবে।

ধর্ম উপদেষ্টা জানান, সরকারি অর্থে কাউকে হজে নেয়া হবে না। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার একশ’ হজ করতে রেজিস্ট্রেশন করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ