ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলা না থাকলে নিয়োগ

৪৩তম বিসিএসে বাদ পড়াদের ফের যাচাই হবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:৪৪:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:৪৪:২৪ অপরাহ্ন
৪৩তম বিসিএসে বাদ পড়াদের ফের যাচাই হবে ​ফাইল ফটো
৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই হবে। রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে তাঁরা বাদ পড়বেন। বাকিদের নিয়েোগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান এসব তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ যে করেছে, যেটা সামনে আসছে- এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তিতে শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।

তিনি বলেন, আজকে যাদের নির্বাচিত করা হয়েছে, সেই বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।

জানা গেছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে এক ১ হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ প্রার্থীরা তাদের নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। 

চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বৈঠক হয়।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ