বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০১-২০২৫ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০১-২০২৫ ০৪:৩২:৪৭ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতবিরোধী স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জামায়াতবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়েও হাজির হয়েছেন তারা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এ সময় আগত নেতাকর্মীদের জামায়াতবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা ইত্যাদি।
এ সময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স