ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘লাকি সেভেনে’ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৪:২৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৪:২৯:৩৬ অপরাহ্ন
​‘লাকি সেভেনে’ বাংলাদেশ ​ফাইল ফটো
আগের দুই চক্রে তলানিতেই থামতে হয়েছিল। এবারের চক্রে বাংলাদেশ পেয়েছে দারুণ কিছু সাফল্য। পুরষ্কারও এসেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নয় দলের লড়াইয়ে ৭ নম্বরে থেমেছে টাইগাররা। শান্ত-মিরাজদের ব্রিগেড পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে।

শেষের পথে থাকা ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ জিতেছে চারটি টেস্ট। ১২টি ম্যাচের আটটিতে এসেছে হার। জয়-পরাজয়ের খেরোখাতায় সাফল্য শতকরা ৩১.২৫। তুলনামূলক সন্তোষজনক চক্রে আর কোনো টেস্ট খেলবে না টাইগাররা। তবে তাদের টপকে যাওয়ার সুযোগ নেই পেছনে থাকা পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের। 

কেপ টাউনে কদিন আগে পাকিস্তানকে নাকে দড়িতে ঝুলিয়েছে দক্ষিণ আফ্রিকা। একে তো বড় হার এসেছে, সিরিজ খুইয়েছে, তার উপর ধীর গতির কারণে কাটা গেছে ৫ পয়েন্ট। তাতেই সাত থেকে আটে নেমে গেছে পাকিস্তান। শান মাসুদের দল কদিন পর তাদেরও নিচে থাকা ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়বে। ওই সিরিজে ফল যাই হোক, বাংলাদেশকে টপকাতে পারবে না দুদল।

অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে তলানিতে থামতে হবে না শান্তদের। সাফল্যে মোড়ানো গত বছরে বাংলাদেশ জিতেছিল রেকর্ড সংখ্যক ম্যাচ। নিজেদের টেস্ট ইতিহাসে ১৩টি বছর আছে, যে সময়ে একটি টেস্টও জেতেনি বাংলাদেশ দল। উন্নতির সূচকে ২০২৪ সালটা ভালো অবস্থানেই থাকবে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ