ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০১:১৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০১:১৯:০৭ অপরাহ্ন
নিউইয়র্কে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না ​ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১৯ সেপ্টেম্বর ২০২৪: 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা। এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জানা গেল, নিউইয়র্কে ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে। 
প্রতিবেদনে আরও বলা হয়, মোদি আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার।

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ