লন্ডনের পথে খালেদা জিয়া
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০১-২০২৫ ০১:৫৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৮-০১-২০২৫ ০১:২৭:১৫ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি।
বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা। পথে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি।
চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সফরসঙ্গী। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন। সরকারি কোনো পদে না থাকলেও খালেদা জিয়াকে হিথরো বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়া হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারো নেতাকর্মী। সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার।
বাংলা স্কুপ /প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স