তিন জেলা জজকে বদলি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০৭:০৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৭:০৬:২৭ অপরাহ্ন
বিচার বিভাগের তিন কর্মকর্তাকে (জেলা জজ) বদলির আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ এর বিচার শাখা-৩ উপসচিব (প্রশাসন-১) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তিন সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোঃ আবদুর রহমান সরদারকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব এবং গাজীপুরের জেলা ও দায়রা জজ শামীমা আফরোজকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলি করা হলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স