যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০৪:৫৪:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৪:৫৪:২০ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর বাম পা ও বাম হাতের রগও কাটা। দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে দিয়ে গেছে।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল কালো শার্ট, কোর্ট ও গ্যাবার্ডিন চেক প্যান্ট।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স