ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​লামায় বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৪:৫১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৪:৫১:২৪ অপরাহ্ন
​লামায় বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু ​সংবাদচিত্র : সংগৃহীত
বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্যহাতিটির মৃত্যু হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে লামা বনবিভাগকে খবর দেন।

লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাহা ইলাহী জানান, হাতিটি কীভাবে মারা গেল এখনো তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাস্থলে হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা গেছে। বনবিভাগের লোকজন সেখানে গিয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, লামার ফাঁসিয়াখালী এলাকার গহীন জঙ্গলে বন্যহাতি বসবাস। প্রায় সময় খাবারের অভাবে হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ