জেনজি'দের থেকে অনেক কিছু শিখতে পারি: মাধুরী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০৪:৩০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৪:৩০:৫৩ অপরাহ্ন
বর্তমানে ‘জেন জি’ শব্দটি বেশ আলোচিত। সব অঙ্গনের মানুষজনই বলাচলে কথা বলছেন জেনারেশন জি প্রজন্মকে নিয়ে। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকেও প্রভাবিত করে এ প্রজন্মটি।
সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘জেন–জিদের সঙ্গে আমার যখনই দেখা হয়, মনে হয়, তারা খুব স্মার্ট। অনেক কিছু জানেন। তারা নিজেদের জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন। সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জেন–জিদের থেকে অনেক কিছু শিখতে পারি। আমার ছেলেরাও অনেক কিছু জানে।
নারীকেন্দ্রিক কাজ নিয়েও কথা বলেছেন এই জনপ্রিয় নায়িকা। তার ভাষ্য, ‘একটা সময় ছিল যখন নারীরা সাইডলাইনে থাকতেন। বিশ্বাস করুন, তাদের ছবিতে রাখা হতো শুধু চোখের শান্তির জন্য। কিন্তু ধীরে ধীরে দিন বদলাচ্ছে। ৪০-৬০-এর দশকে যখন গুরু দত্তের মতো পরিচালকেরা ছিলেন, তখন নারীরা তাদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন। কিন্তু তারপর অনেক কিছু বদলে যায়। এরপর একটা সময় এল, আমরা যখন আবার পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকতাম। তবে ৯০-এ আবার বদল দেখা যায়। আমি সত্যিই ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবি নির্মাণ সত্যি অনিশ্চিত, কিন্তু মেয়েরা এখন ভালো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।’
পর্দার চন্দ্রমুখীকে সবশেষ দেখা গেছে ‘ভুল ভুলাইয়া ৩’সিনেমায়। এতে মাধুরী ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ানসহ আরো অনেকে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স