ঝুঁকিতে সালমান খানের জীবন, বাড়িতে নিরাপত্তা জোরদার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০৩:৪৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৬:০৫:৫৫ অপরাহ্ন
ফাইল ফটো
ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকি নয়, হামলাকারীদের প্রাথমিক নিশানায় ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সোমবার (৬ জানুয়ারি) বাবা সিদ্দিকি হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেয় মুম্বাই পুলিশ। চার্জশিটে এমনটিই দাবি করা হয়েছে।
২০২৪ সালে ১২ অক্টোবর দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যু ঘটে এনসিপি নেতা বাবা সিদ্দিকির।
চার্জশিটে দাবি করা হয়, সালমান খানই প্রাথমিক টার্গেট ছিলেন। কিন্তু বলিউডের ভাইজানের সুরক্ষাবর্ম এতটাই আঁটসাঁট ছিল যে, হামলাকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। এর পরেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এসে পড়েছিলেন বাবা সিদ্দিকি।
চার্জশিটে আরও জানানো হয়েছে, সালমান খান ঘনিষ্ঠ হওয়ার জন্য তো বটেই, দাউদ ইব্রাহিমের সঙ্গে বাবা সিদ্দিকির যোগাযোগের অভিযোগও উঠেছিল অতীতে। আর এই কারণগুলির জন্যই টার্গেট করা হয়েছিল বাবা সিদ্দিকিকে।
এছাড়াও অতীতে সালমান খানের উপর গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুজ থাপানের হেফাজতে মৃত্যু হয়। সেই ঘটনারও প্রতিশোধ নেওয়া অভিনেতা এবং তাঁর বন্ধুদের নিশানার অন্যতম কারণ বলে ধারণা পুলিশের।
তদন্তকারীদের কথায়, প্রাথমিকভাবে বাবা সিদ্দিকি এবং তাঁর ছেলে জিসান সিদ্দিকি দু'জনকেই টার্গেট করতে চেয়েছিল দুষ্কৃতীরা। আর সেই জন্য গণেশ বিসর্জনের অনুষ্ঠানকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তাতে অংশ নেননি বাবা সিদ্দিকি বা তাঁর ছেলে কেউই। এর পরেই ১২ অক্টোবর ছেলে জিসানের অফিস থেকে বার হওয়ার খানিক বাদেই বাবা সিদ্দিকির উপরে হামলার পরিকল্পনা করা হয়েছিল। চার্জশিটে ২৬ জন গ্রেপ্তার হওয়া ব্যক্তির নামও রয়েছে। এছাড়াও ৩ পলাতক সন্দেহভাজনের কথাও উল্লেখ রয়েছে চার্জশিটে।
এদিকে, সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সুপারস্টার সালমানের বাড়ির জানালাগুলো বুলেটপ্রুফ করা হয়েছে। এছাড়াও হাই-টেক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাই রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
সালমান খান যেখান থেকে তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন সেই বারান্দাটি সুরক্ষিত করার জন্য বুলেটপ্রুফ কাচ স্থাপন করা হয়েছে। সালমানের বাড়ির নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে সামজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স