ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত শেখ রেহানার ছেলে-মেয়ে : দ্য টাইমস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৩:১৩:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৩:৪৭:২৮ অপরাহ্ন
​‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত শেখ রেহানার ছেলে-মেয়ে : দ্য টাইমস রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। ফাইল ছবি
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও।

সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই বেশ চাপে রয়েছেন তিনি। এত কিছুর মধ্যে, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতি দমনমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক। 

এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তাদের ছড়ানো প্রপাগাণ্ডার বেশিরভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিরুদ্ধে।

গেল বছর, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিল। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে গেল ক’দিন ধরেই কোনঠাসা টিউলিপ। এরমাঝেই, সামনে এলো তার ভাই-বোনদের প্রোপাগাণ্ডা বিষয়ক থিংকট্যাঙ্কের সঙ্গে জড়িত থাকার বিষয়টি। যা নিয়ে নতুন করে বাড়ছে চাপ। 

টিউলিপের ভাইবোন দুজনেই বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত থিংকট্যাঙ্ক—সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর (সিআরআই) ট্রাস্টি ছিলেন বলে জানাও গেছে। রাদওয়ান একইসঙ্গে সিআরআইয়ের ম্যাগাজিন 'হোয়াইটবোর্ড'-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে তার (টিউলিপ) বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

টিউলিপ সিদ্দিক গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 

তবে লেবার নেতা কিয়ার স্টার্মার জানিয়েছেন, এখনও টিউলিপের ওপর তার আস্থা রয়েছে।

অভিযোগের জবাবে, স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন যে সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি (টিউলিপ সিদ্দিক) দুর্নীতিবিরোধী সমস্যাগুলো পরিচালনা করতে থাকবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ