বগুড়ার পর লক্ষ্মীপুর
দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হুমকি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০১-২০২৫ ০২:৫৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০১-২০২৫ ০৬:০৫:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথে’ ও ‘শেখ হাসিনা আবার আসবে’ এমনই সব লেখনীর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেয়া হয়েছে। গত দুইদিন ধরে জেলার প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশে এসব লেখনী দেখা যায়। রাতের আঁধারে কে বা কারা লিখেছে সেটা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ জানুয়ারি) ভোরে লক্ষ্মীপুর সদরের শিমুলতলী বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকিসহ পতিত সরকারের পক্ষে নানা লেখনী দেখতে পান স্থানীয়রা। বাজারের পাশেই দুটি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম ফারবেজের বাড়ি।
সমন্বয়করা বলছেন, এ ধরণের দেয়াল লেখনীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র-জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, আমরা আমাদের গোয়েন্দা কাজ অব্যাহত রেখেছি। এই ধরণের অপরাধ-দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
উল্লেখ্য, সম্প্রতি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালেও একই ধরণের হুমকির কথা লেখা হয়। ওই ঘটনায় থানায় জিডি হলেও আটক হয়নি কেউ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স