ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০২:২৩:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৪:০২:৪৯ অপরাহ্ন
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত ছবি: সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার গেরদায় রেলগেটে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, ঢাকাগামী মাইক্রোবাসটিতে ১০ থেকে ১১ জন যাত্রী ছিলেন। রেলগেটটি পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন  ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি প্রায় ৫০ গজ দূর পর্যন্ত ছেঁচড়ে যায়। পরে মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রেলগেটটির কোনো রেলক্রসিং এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ