ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

রূপগঞ্জে ৮০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:৩৫:২৬ অপরাহ্ন
রূপগঞ্জে ৮০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমান আদালত। 

সোমবার (৬ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে প্রায় দুই কিলোমিটার এলাকার আনুমানিক ৬০০টি বাড়ির প্রায় ৮০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অবৈধ তিনটি বেকারি ও একটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ১০০ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি। 

অভিযানকালে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ