ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ যাতে নিরাপদ বোধ করে সেজন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : জনপ্রশাসন সচিব

আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৩:২২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০১:০২:২২ অপরাহ্ন
মানুষ যাতে নিরাপদ বোধ করে সেজন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : জনপ্রশাসন সচিব সংবাদচিত্র: ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ১৮ সেপ্টেম্বর ২০২৪: 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, মানুষ যাতে আরও জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে, নিরাপদ বোধ করে- এজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এটা ভালো ফল দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, গত ৫ আগস্টের পর থেকে সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। মানুষ যাতে আরও জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে, নিরাপদ বোধ করে, মানুষের মধ্যে যাতে আস্থা থাকে- এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সব বাহিনী একইসঙ্গে একই ছাতার নিচে কাজ করছে, এই মেসেজটার জন্যই এ ক্ষমতা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার মনে করেছে বিস্তৃত পর্যায়ে মাঠের বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী কাজ করছে। তারা মনে করেছে, এটা (সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া) হলে পারপাস অব দ্য গভর্নমেন্ট সিকিউরড দ্য সিটিজেন। উই আর সারভিং ফর দ্য স্টেট। এই মুহূর্তে মনে হয়েছে, এটা দরকার। বলে দেওয়া হয়েছে, মাত্র ৬০ দিন।

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ