ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​রদবদলের আদেশ জারির পর প্রকৌশলীদের দৌড়ঝাঁপ !

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৬:৪৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৬:৪৯:৪৩ অপরাহ্ন
​রদবদলের আদেশ জারির পর প্রকৌশলীদের দৌড়ঝাঁপ !
মাঠ পর্যায়ে গ্রাহকসেবার মান বৃদ্ধি ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিভিন্ন ডিভিশনে ব্যাপক রদবদল হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক চারটি অফিস আদেশে এসব রদবদল করা হয়। তবে রদবদল ঠেকাতে ইতিমধ্যে বেশ কিছু প্রকৌশলী মাঠে নেমে পড়েছেন বলে এইচআর সূত্র নিশ্চিত করেছে। 

ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) ও এমপ্লয়ী ম্যানেজমেন্ট (অ্যাডমিন) মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে (স্মারক নং : ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.১২) তিন ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের দপ্তর পুনর্বন্টন করা হয়।

খিলগাঁও ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ও উপবিভাগীয় প্রকৌশলী তানভীর আহম্মেদ সিদ্দিকীকে (আইডি-২১৪৬৯) তেজগাঁও ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব, তেজগাঁও ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ও উপবিভাগীয় প্রকৌশলী মো. হাসান সেখকে (আইডি-২১৫০২) শ্যামলী ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব এবং শ্যামলী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ও উপবিভাগীয় প্রকৌশলী এস এম এ কে আজাদকে (আইডি-১১৪০৪) খিলগাঁও ডিভিশনের  নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

ডিপিডিসির ম্যানেজার (এইচআর) ও এমপ্লয়ী ম্যানেজমেন্ট (অ্যাডমিন) দপ্তরের মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে (স্মারক নং : ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.১৩) দুই প্রকৌশলীর দপ্তর পুনর্বন্টন করা হয়।

রাজারবাগ ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফ হোসেনকে (আইডি-১১৩৪০) সিদ্ধিরগঞ্জ ডিভিশনে এবং  সিদ্ধিরগঞ্জ ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মো. বেলায়েত হোসেনকে (আইডি-১১৩৯৭) রাজারবাগ ডিভিশনে পদায়ন করা হয়।

ডিপিডিসির ম্যানেজার (এইচআর) ও এমপ্লয়ী ম্যানেজমেন্ট (অ্যাডমিন) দপ্তরের মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে (স্মারক নং : ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.১৪) ১৩ জন সহকারী প্রকৌশলীর দপ্তর পুনর্বন্টন করা হয়।

মগবাজার ডিভিশনের মো. ইকবালকে (আইডি-১১৩৯৯) লালবাগ, কামরাঙ্গীরচর ডিভিশনের এ কে এম সিদ্দিকুর রহমান (আইডি-১১৪৮৫) পোস্তাগোলা, মিটারিং নর্থ-এর মো. আকিবুল আলম (আইডি-২১৯১২) কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ (পশ্চিম)-এর শেখ আবেদ আলীকে (আইডি-১১৪৩২) মগবাজার, পোস্তগোলার মো. নূরে আলম সিদ্দিকীকে (আইডি-১১৪০৪)  মিটারিং নর্থ, আদাবরের প্রমোদ বিহারী চাকমাকে (আইডি-১১৩৮৮) কামরাঙ্গীরচর, পরীবাগ ডিভিশনের মো. মারুফ হাসানকে (আইডি-১১৩৮৭) ধানমন্ডি, রমনার মো. জাকির হোসেনকে (আইডি-১১৩৯৪) নারায়ণগঞ্জ (পূর্ব),
বাংলাবাজারের মো. মনিরুজ্জামানকে (আইডি-১১৩৯৫) শীতলক্ষ্যা, লালবাগের সাইদ আহমেদকে (আইডি-১১৫০৩) পরীবাগ, কামরাঙ্গীরচরের অময় ভূষণ চাকলাদারকে (আইডি-২২০৯৬) রমনা, নারায়ণগঞ্জ (পূর্ব)-এর মো. জোনায়েদ হাসান নাজমুলকে (আইডি-২২১১৪) বাংলাবাজার এবং শীতলক্ষ্যার সামছুর রহমানকে (আইডি-২২১২৪) নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশনে বদলি করা হয়।

ডিপিডিসির ম্যানেজার (এইচআর) ও এমপ্লয়ী ম্যানেজমেন্ট (অ্যাডমিন) দপ্তরের মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে (স্মারক নং : ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.১৫) চার উপসহকারী প্রকৌশলীর দপ্তর পুনর্বন্টন করা হয়।

বাসাবো ডিভিশনের মো. যুবায়ের রহমানকে (আইডি-১১৪২৪) খিলগাঁও, বাংলাবাজারের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে (আইডি-২০৩৬৪) সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জের মো. সরোয়ার এ আলমকে (আইডি-২০২২০) বাংলাবাজার এবং খিলগাঁওয়ের জায়েদ হোসেনকে (আইডি-২১৯৭৭) বাসাবো ডিভিশনে পদায়ন করা হয়।

অফিস আদেশগুলোতে বলা হয়, ওই প্রকৌশলীরা আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে পরবর্তীতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।
 
এইচ আর সূত্র জানিয়েছে, অনেক প্রকৌশলী একই পদে দীর্ঘদিন থাকায় তাদের কার্যক্রমে স্থবিরতা ও স্বেচ্ছাচারিতা দেখা দেয়। গ্রাহক পর্যায় থেকে গণমাধ্যমে কিছু অভিযোগও উঠে আসে। এসব বিষয় আমলে নিয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে সংস্থাটির নির্বাহী পরিচালক (প্রশাসন)-এর দপ্তর থেকে এই রদবদল হয়। এ বিষয়ে নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম বলেন, নির্বাহী পরিচালকদের মতামত নিয়েই এই রদবদলের আদেশ জারি করা হয়েছে।

তবে ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রশাসন)-এর দপ্তরের এক কর্মকর্তা বলেন, আদেশ জারি হয়েছে আজ সন্ধ্যায়। রাত পোহালেই বেশকিছু প্রকৌশলীর বদলির আদেশ স্থগিত বা পুনর্বিন্যাস হতে পারে বলে নিশ্চিত করেছেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ