নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০১-২০২৫ ০৪:৪৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০১-২০২৫ ০৪:৪৮:৪৫ অপরাহ্ন
নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত দুইমাস আগে কারাগারে আসেন। শ্বাসকষ্ট ও এ্যাজমা রোগের কারণে প্রায় ১০ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, তিনি বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স