ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল সাময়িক বন্ধ

আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০১:০১:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০১:২১:১২ অপরাহ্ন
মতিঝিল-আগারগাঁও অংশে মেট্রোরেল সাময়িক বন্ধ ​মেট্রোরেল। ফাইল ছবি


বাংলা স্কুপ, ১৮ সেপ্টেম্বর ২০২৪: 
কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। 
মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। তবে কী ত্রুটি দেখা দিয়েছে তা জানানো হয়নি।
ডিএমটিসিএলের তরফে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত অদ্য সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।’
এদিকে, আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা। 
নিউজ ডেস্ক/এসকে
 

দেশটিভির ভিডিও প্রতিবেদন দেখুন : https://www.youtube.com/watch?v=tb6cArJO1q4

প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ