ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​চলে গেলেন বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৭:৫১:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৭:৫১:৫৬ অপরাহ্ন
​চলে গেলেন বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক
বিএনপির সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক মারা গেছেন। 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এস এ খালেক অনেক দিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল।

আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে।

এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ীও ছিলেন। এক সময়ের বিখ্যাত পরিবহন খালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তিনি। এছাড়া আবাসন খাতেও তার বিনিয়োগ ছিল।

বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথচলা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে। দলে যোগ দেওয়ার পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর ১৯৮৬ ও ১৯৮৮ সালে পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও বিএনপির হয়ে এমপি নির্বাচিত হন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ