ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুপুরে রিমান্ড, বিকেলে স্থগিত

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০৯:৩৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০৯:৩৬:৫৩ অপরাহ্ন
দুপুরে রিমান্ড, বিকেলে স্থগিত ​সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪: 
রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের রিমান্ড দেন আদালত। এরপর সেই আদেশ বিকেলে স্থগিত করে আরেক হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এই আদেশ দেন।
শিক্ষার্থী ইমরান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শাহ আলম মিয়া তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নুরুল ইসলামের পক্ষে ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালতকে তিনি জানান, নুরুল ইসলাম ৬ নম্বর আসামি। ইতোমধ্যে অন্য তিনজন আগাম জামিন পেয়েছেন। তার বিষয়ে শুনানির আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
পরে বিকেলে নুরুল ইসলাম সুজনের আরেক আইনজীবী মনিরুজ্জামান রানা রিমান্ড স্থগিত চেয়ে শুনানি করেন। শুনানিতে আদালতকে তিনি বলেন, সকালে যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থী ইমরান হাসান হত্যার মামলায় সাবেক রেলমন্ত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আমরা সকালে রিমান্ড শুনানিতে বলেছিলাম, এই মামলায় হাইকোর্টে গত ১৫ সেপ্টেম্বর তার আগাম জামিনের আবেদন করা হয়েছে। শুনানির জন্য আজ তারিখ ধার্য আছে। তখন বিচারক বলেন, আপনারা সকালে এ বিষয়ে কোনো কাগজপত্র দাখিল করেননি। উত্তরে এ আইনজীবী বলেন, মৌখিকভাবে বলা হয়েছে। আজ আগাম জামিন বিষয়ে শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য তারিখ ধার্য রাখা হয়েছে। আমরা রিমান্ড স্থগিতের আবেদন জানাচ্ছি।
এরপর রাষ্ট্রপক্ষ থেকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যা মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার।
উভয়পক্ষের শুনানি শেষে ইমরান হাসান হত্যা মামলায় ইসলাম সুজনকে দেওয়া তিন দিনের রিমান্ডের আদেশ স্থগিত করেন আদালত। একইসঙ্গে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ