ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে চললো ট্রেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০২:৩৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৪:৩৩:৪৩ অপরাহ্ন
​যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে চললো ট্রেন ​সংবাদচিত্র : সংগৃহীত
যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে রোববার (৫ জানুয়ারি) পূর্ণগতিতে ট্রেন চলছে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন আগামীকাল সোমবারও (৬ জানুয়ারি) চলবে। 

এর আগে, গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলানো হয়েছিল। তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে।

রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, ‘গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। আজ রবিবার পূর্ণগতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। 
আগামীকাল সোমবারও রেল সেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুলত্রুটি সনাক্ত করা হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রেলসেতুটি উদ্ধোধন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এ রেল সেতু দিয়ে ট্রেন চলবে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে। সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।’

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ