ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারী তুষারপাতে যুক্তরাজ্যে জনজীবন বিপর্যস্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০১:৫৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৩:৪৪:০৭ অপরাহ্ন
ভারী তুষারপাতে যুক্তরাজ্যে জনজীবন বিপর্যস্ত সংবাদচিত্র: সংগৃহীত
যুক্তরাজ্যে ভারী তুষারপাত ও বিরল তুষার ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রায় ১২ শতাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে শীতল আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার কারণে বিভিন্ন এলাকায় দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে শনিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দু’টি অ্যাম্বার সতর্কত জারি করা হয়েছে। রবিবার আরও ভারী তুষারপাত এবং বিরল হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এই সতর্কতা ওয়েলস এবং মধ্য ইংল্যান্ডসহ উত্তর-পশ্চিম শহরগুলোকে কভার করবে, যার মধ্যে লিভারপুল এবং ম্যানচেস্টারও রয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় সতর্কতা শনিবার রাত ৯টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত উত্তর ইংল্যান্ড, যেমন- লিডস, শেফিল্ড এবং লেক ডিস্ট্রিক্ট-সহ বিভিন্ন অঞ্চলে কার্যকর থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উভয় সতর্কীকরণ এলাকায় ব্যাপকভাবে ৩ সেমি থেকে ৭ সেমি তুষারপাত হতে পারে এবং নীচু এলাকাগুলোতে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও মিশে যেতে পারে।আবহাওয়া অফিস আরও যোগ করেছে, গ্রামীণ কিছু এলাকায় ৩০ সেমি পর্যন্ত তুষারপাত হতে পারে, এর ফলে ওই এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

শনিবার তুষারপাত এতটাই ভারী ছিল যে, ব্রিস্টল বিমানবন্দর রাত ১১টা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, এই কঠিন আবহাওয়া পরিস্থিতির কারণে রবিবারও বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ, বিবিসি, দ্য গার্ডিয়ান

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ